চট্টগ্রাম

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের উপজেলা ভিত্তিক বঙ্গবন্ধু – বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে পৌরসভা সদরস্থ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, হাশিমপুর ইউপি চেয়ারম্যান খোরশেদ বিন ইছাহাক, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.ইলিয়াস, জীবন কানাই সরকার, তপন কুমার পোদ্দার, প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য সঞ্চিতা বড়ুয়া।
উক্ত খেলায় পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দক্ষিন গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা টিম অপরদিকে দোহাজারী পৌরসভা প্রাথমিক বিদ্যালয় বনাম মুরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক টিম খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী বালক দল দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিজয়ী বালিকা দল দক্ষিন গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।

Related posts

দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Chatgarsangbad.net

আনোয়ারায় হযরত নুরুউদ্দিন শাহ (রহ:)মাইজভান্ডারী ওরশ কাল শুরু

Chatgarsangbad.net

চন্দনাইশে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্না‌মেন্ট সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment