অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘হামুন’ এর ভয় কেটেছে। এটি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। এজন্য চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে বিপদ সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। হামুন দুর্বল হয়ে পড়লেও বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ সন্ধ্যা অবধি সাবধানে চলাচল করার নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) ঘুর্ণিঝড়টির তাণ্ডবের আশংকা প্রকাশ করে ৭ নম্বর বিপদ সংকেত দিয়ে হুশিয়ারি দিয়েছিলো আবহাওয়া অফিস। ভয় কাটলেও মঙ্গলবার রাতে হামুনের আঘাতে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত শতাধিক। এসময় ঝড়ো হাওয়া প্রবল বর্ষণে দেশের উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলাগুলোতে সড়ক উপ-সড়কে গাছপালা উপড়ে পড়েছে। ভেঙ্গে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। এজন্য যান চলাচলও বন্ধ রযেছে। বিদ্যুৎ, নেটওয়ার্ক না থাকায় কক্সবাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজার অনেকটা অচল হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply