অনলাইন ডেস্কঃ বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বাছাইয়ে বাদ পড়া ৪৩১ প্রার্থীর আবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী এ কার্যক্রম সম্পন্ন হবে বলে সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন ইসির দায়িত্বশীল কর্মকর্তা।
আরও পড়ুন ইসিতে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল
এছাড়া আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। এবারের নির্বাচনে প্রচারণার জন্য সময় রাখা হয়েছে ২২ দিন।
এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা ৭৩১ জনের মনোননয়নপত্র বাতিল করেছেন।
তথ্যসূত্র: সংগৃহীত