কাতালগঞ্জের নবপন্ডিত বিহারে থাইল্যান্ডের প্রতিনিধি দল


অনলাইন ডেস্কঃ কাতালগঞ্জের নবপন্ডিত বিহার পরিদর্শনে এসেছিলেন থাইল্যান্ডের প্রতিনিধি দল। সম্প্রতি সফরকালে কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের কমিটির সাথে মতবিনিময় করেন তারা। এসময় তাদের সাথে ছিলেন থাই অ্যাম্বেসির প্রতিনিধিরা।

আরও পড়ুন রাঙ্গামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে রাজবন বিহারে পূর্ণার্থীর ঢল

এসময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডের এইচ ই মিসেস ম্যাকাওয়াদি সুমিটমোর, অ্যাম্বাসেডর মি. প্যানোম থংপ্র্যায়োংসহ অন্যান্যরা। বাংলাদেশিদের মধ্যে ছিলেন কনসাল্টেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিহার অধ্যক্ষ উপানন্দ মহাথের, আবাসিক ভিক্ষু তনাঙ্কর থের, লায়ন ড. মৃদুল বড়ুয়া চৌধুরী, অভয় বড়ুয়া রানা, মি. দেবপ্রিয় বড়ুয়া, সুজিত বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রকৌ: পরিতোষ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, স্বদেশ কুসুম চৌধুরী, সমীরণ বিকাশ বড়ুয়া, কাজল বড়ুয়া, রবিন্দ্র লাল বড়ুয়া, অসীম বড়ুয়া, শ্যামল বড়ুয়া, শিক্ষক অনিমেশ তালুকদার, শিক্ষক তপন বড়ুয়া, শ্যামল চৌধুরী, সিজার বড়ুয়া, সোমেন বড়ুয়া ডিম্পল, সুমন বড়ুয়া, বাপ্পী কুমার বড়ুয়া, কেমি বড়ুয়া মুক্তা, শিক্ষিকা নেভী বড়ুয়া, শুকলা বড়ুয়া টিমন, রতনা বড়ুয়া, শেলী চৌধুরী প্রমুখ।

প্রতিনিধি দল কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের নবনির্মিত ভবনের কাজের অগ্রগতির খোঁজখরব নেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক অমরেশ বড়ুয়া চৌধুরী।


Related posts

চট্টগ্রামের ১৫ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

Chatgarsangbad.net

চন্দনাইশে দক্ষিণ হাসিমপুর ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও কেরাত হামদ্ নাদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Chatgarsangbad.net

পাকিস্তানে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ

Chatgarsangbad.net

Leave a Comment