অনলাইন ডেস্কঃ নিউরো মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. রিদোয়ানুর রহমানের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ অক্টোবর) ভোরে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে ঢাকার ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দীপ। অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।
ডা. রিদোয়ানুর রহমানের নিজ বাড়ি সাতকানিয়া উপজেলার কাঞ্চনায়। তার মৃত্যুতে গভীয় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
শোক বিবৃতিতে তিনি বলেন, সাতকানিয়ার কৃতি সন্তান প্রফেসর ডা. রিদোয়ানুর রহমান আজীবন রোগীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। একজন মানবিক গুণাবলীসম্পন্ন চিকিৎসকের যতোসব গুণ থাকা দরকার সবটুকুই তার মাঝে সন্নিবেশ ঘটেছিল। ক্লান্তিহীন মানবিক চিকিৎসাসেবার জন্য তিনি সর্বসাধারনের কাছে পরম শ্রদ্ধার পাত্র ছিলেন। তার মতো অপাদমস্তক মানবিক গুণাবলী সম্পন্ন একজন বরেণ্য চিকিৎসকের ইন্তেকালে দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হয়ে গেল।
প্রফেসর ড. নদভী ডা. রিদোয়ানুর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply