Hom Sliderবাংলাদেশ

রেললাইনে দুর্ভোগ দোহাজারী সাতকানিয়াবাসীর


ইকবাল হোসেন, সাতকানিয়াঃ চট্টগ্রাম-কক্সবাজার রেললাইলের কারণে বন্যার সময় দুর্ভোগে পড়েছিলেন সাতকানিয়া দোহাজারীবাসী। রেলপথটির কারণে ওই অঞ্চলে এবার বন্যার পানি নেমে যেতে দেরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এমন প্রেক্ষাপটে রেলপথটির নকশায় পরিবর্তন আনার দাবিও তুলছেন কেউ কেউ। কিন্তু এ অভিযোগ আমলে নেয়নি কতৃপক্ষ।

জানা গেছে, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ প্রকল্পের সাতকানিয়া অংশে প্রায় পাঁচ কিলোমিটার রেলপথ তছনছ হয়ে গেছে। পানির তোড়ে লাইনের পাথর, মাটি নিশ্চিহ্ন হয়েছে। কোথাও কোথাও লোহার লাইনটুকু ঝুলে আছে।
বানের পানি যখন বেড়েছিলো এই রেলপথটির কারণে দুই পাশের পানি চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো। রেলপথ তৈরির পরিকল্পনায় পর্যাপ্ত কালভার্ট না রাখার কারণে এটি হয়েছে।

স্থানীয়দের দাবি, শত বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা তারা দেখেননি। এই এলাকায় আগেও বহুবার বন্যা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি-বিপর্যয় এতটা হয়নি।

বিষয়টি নিয়ে ‘দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমার সীমান্তের কাছাকাছি ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়াল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের’ অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘নকশা পরিবর্তনের কোনো পরিকল্পনা আমাদের নেই। আগের নকশাতেই প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করা হবে।’


Related posts

পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় আ. লীগের মনোয়নন পেলেন যারা

Chatgarsangbad.net

অবশেষে খুলছে বন্ধ হয়ে যাওয়া প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা

Saddam Hossain

লামা উপজেলায় মোটরসাইকেল ভাড়ায় নিয়ে চালককে হত্যা

Chatgarsangbad.net

Leave a Comment