Hom Sliderচট্টগ্রাম

দোহাজারী পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বিএনপি’র ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে অনুলিপি দিয়ে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে এ আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সাংগঠনিক এলাকার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে শীঘ্রই নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কমিটি বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে দোহাজারী পৌরসভা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ বলেন, “নানা বাধা-বিপত্তির পরেও কেন্দ্র ঘোষিত দলীয় নানা কর্মসূচি পালন করেছি। আহবায়ক কমিটি বিলুপ্তির কোন চিঠি আমি পাইনি। তাছাড়া এর আগে আমাকে কোনো কারণ দর্শানো নোটিশও দেয়া হয়নি। তবুও হাইকমান্ডের সিদ্ধান্তকে শিরোধার্য মনে করে মেনে নিচ্ছি। দলের ভালোর জন্য তাঁরা যা ভালো মনে করেছেন তাই সিদ্ধান্ত নিয়েছেন।” ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক-এড. মোহাম্মদ সাদ্দাম, মো. বাবু খান, ওবাইদুর রহমান বাহাদুর, শহিদুল ইসলাম মেম্বার, আমির হোসেন, মো. ফয়েজ, সদস্য সচিব টপটেন মো. কামাল উদ্দিন, সদস্য-মো. আব্দুর রহিম, আবদুল মোমেন, মো. ইউনুস রানা, মো. আবদুল মাজেদ, সামশুল আলম, মো. জসিম উদ্দিন, মো. এয়াকুপ, আসহাব উদ্দিন, মো. রফিক, বাবু রাখাল মজুমদার, মো. আইয়ুব।

এদিকে দোহাজারী পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান বলেন, “তারা (দোহাজারী পৌরসভা বিএনপি’র আহবায়ক কমিটি) অনেকদিন ধরেই নিষ্ক্রিয়। সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আনতে কমিটি বিলুপ্ত করা হয়েছে।”


Related posts

সীতাকুণ্ডে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরির চেষ্টা

Chatgarsangbad.net

চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২ মন্ত্রী ও ৩ প্রতিমন্ত্রী

Chatgarsangbad.net

এক যুগে একাধিক চেয়ারম্যানের রদবদল, কমেনি ভোগান্তি

Chatgarsangbad.net

Leave a Comment