Hom Sliderবাংলাদেশ

আজ থেকে আগামি দেড় মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার


চাটগাঁর সংবাদ ডেস্কঃ চট্টগ্রামে আজ থেকে আগামি দেড় মাস সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার কারণে ৮ আগস্ট শিক্ষামন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী ২৫ সেপ্টেম্বর কোচিং সেন্টার গুলো পুনরায় চালু হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান।

মন্ত্রী বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁস এড়াতে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আগামী ১৭ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার দিনক্ষণ ঘোষণা করে সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি বোর্ডের পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

তথ্যসূত্র: বাংলােনিউজ২৪


Related posts

প্রাথমিকের শিক্ষকদের শীতকালীন ছুটি বাতিল

Chatgarsangbad.net

আগাম জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী

Chatgarsangbad.net

সারাদেশে নিহত ৯৭ জন

Chatgarsangbad.net

Leave a Comment