আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সাতকানিয়ায় জাতীয় শোক দিবস পালন

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তুতি নেয়ার আহ্বান নদভীর


মো. ইকবাল হোসেন, সাতকানিয়াঃ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নদভী বলেন, ‘সাতকানিয়া-লোহাগাড়ায় ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের মামলা দেওয়া হচ্ছে। অনেকেই মামলায় জর্জরিত হয়ে জেল খাটছে। সেই তালিকাগুলো আমার কাছে আছে। অথচ সাতকানিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না, দুঃখের বিষয় সহযোগিতাতো করছেই না বরং যারা মামলা করছে তাদের সহযোগিতা করছে। কয়েক দিন আগে উপজেলার নলুয়া ইউনিয়নে জামায়াত-শিবির সমাবেশ করলেও আইন-শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি বলে উল্লেখ করেন তিনি।

সাংসদ নদভী আরো বলেন, ‘তারেক জিয়া বেয়াদব, আর তার পিতা ছিল বঙ্গবন্ধুর চাকর। উনি (তারেক) বঙ্গবন্ধুকে কোনোদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন না, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান বলেন।’
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, ‘গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিভিন্ন দল এবং গ্রুপে বিভক্ত হয়ে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ব্যক্তিদের জয় লাভ করাতে পারেনি। তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনে যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে জয়লাভ করতে পারে সেভাবে কাজ করতে হবে।
সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম -১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম আসাদ, উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাবেক ছাত্রনেতা এস এম আজিজ, আবদুল মান্নান প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর