Hom Sliderবাংলাদেশ

সাতকানিয়া পৌরসভার বাজেট: প্রকল্প খাতে আয় হতে পারে ৪৩ কোটি টাকা


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৪র্থ পরিষদ কর্তৃক দ্বিতীয় বার ২০২৩-২০২৪ অর্থবছরের ৬৩ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৭০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) পৌরসভা মিলনায়তনে মেয়র মোহাম্মদ জোবায়ের এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ১০ লাখ ৭৬ হাজার ২১৬ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা। উন্নয়ন খাতে সরকারি অনুদানের পরিমাণ ১২ কোটি ১০ লাখ টাকা ও বিভিন্ন প্রকল্প খাতে আয় ৪৩ কোটি টাকা প্রস্তাব ধরা হয়েছে।

জানা গেছে, বাজেটে অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৫ লাখ টাকা, জেন্ডার বৈষম্য নিরসন খাতে ১৪ লাখ টাকা, দারিদ্র্যতা নিরসন খাতে ২১ লাখ টাকা, পৌর ভবনের জন্য জমি অধিগ্রহণ খাতে ১ কোটি টাকা, গরীব অসহায় ও দুঃস্থদের আর্থিক অনুদান হিসেবে ৫ লাখ টাকা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ খাতে ২ লাখ টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সাতকানিয়া পৌরসভার সচিব মোহাম্মদ রেজাউল করিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, কাউন্সিলর আরফাত উল্ল্যাহ্ ও মাসুমা বেগম।


Related posts

আগামি ২৫ নভেম্বর চবি‘র ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের রজতজয়ন্তী

Chatgarsangbad.net

বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় ‘এমএফএস’ বিস্ময়কর ভূমিকা রাখছে: টেলিযোগাযোগমন্ত্রী

Chatgarsangbad.net

রাউজানে ভাত খাওয়ার সময় ঘুরে ঢুকে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

Chatgarsangbad.net

Leave a Comment