আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের লাশ উদ্ধার


চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মুরগির খামার থেকে হাতে ছুরি ধরে থাকা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. দেলোয়ার হোসেন (৩৫)।

উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়াপাড়া গ্রামে নিহত দেলোয়ারের বাড়ি। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে একই এলাকার স্থানীয় মো. আজিম নামের এক ব্যক্তির মুরগির ফার্ম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার ভোরে স্থানীয় লোকজন দেখতে পান, মুরগির খামারের চারপাশে দেওয়া তারের কাছে এক যুবকের লাশ পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, চুরি ঠেকাতে মুরগির ফার্মের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার কী কারণে ওই খামারে ঢুকেছিলেন, তা জানা যায়নি।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। লাশে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর