আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

আইইবির ৬১তম কনভেনশনের সমাপনী


অনলাইন ডেস্কঃ দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনের সমাপনী আজ সোমবার (১৩ মে)। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে এই কভেনশন ১১ মে (শনিবার) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনভেনশনে সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনারের উদ্বোধনী ও সমাপনী পর্ব, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, চারটি স্মৃতি বক্তৃতাসহ বিদেশি অতিথিদের সংবর্ধণা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

আরও পড়ুন দোহাজারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি

সমাপনী অনুষ্ঠানের জাতীয় সেমিনারে আজ প্রধান অতিথি হিসাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিকাল সাড়ে ৩টায় কনভেনশনের মূল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ কাদের।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর