চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ সাতবাড়িয়ায় সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরীর ওরশ সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিলঃ

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় আওলাদে রাসূল (স.) সুফি সম্রাট মুফতি-এ-আজম হযরত মাওলানা সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী (ডাবল টাইটেল, গোল্ড মেডেলিস্ট-উর্দু আদীব) কেবলা’র ৩৬তম বার্ষিক ওরশ শরীফ সম্প্রতি হাফেজনগর দরবার শরীফ মাবুদ মঞ্জিলে অনুষ্ঠিত হয়। গত ২৪ মার্চ রবিবার এ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন ও গিলাফ ছড়ানো, নাত পরিবেশন, ওয়াজ মাহফিল ও বিশ্ব জাহানের শান্তি কামনা করে মোনাজাত, ইফতার বিতরণ, ছেমা মাহফিল, ভোররাত সাড়ে তিনটায় সেহরী ইত্যাদি।

এতে ভক্ত-আশেক উপস্থিত ছিলেন। পুরো ওরশ শরীফ পরিচালনা ও সভাপতিত্ব করেন হাফেজনগর দরবার শরীফ মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুফতি আশেকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারী (ম.)। উপস্থিত ছিলেন পীরে তরীকত হযরত শাহ ছুফি নাজিম উদ্দীন আলহাসানী ওয়াল মাইজভান্ডারি, হযরত ফখরুদ্দীন শাহ আলআমিরী, হযরত নাইমুল কুদ্দুস আকবরী, এস এম আরমান চৌধুরী, মাওলানা মাহমুদুল হক, মাওলানা রমিজ আহমদ সমদী, মাওলানা নুরুল কবির রিজবী, মাওলানা শামসুদ্দীন, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, দোহাজারী পৌরসভা মেয়র মো. লোকমান হাকীম প্রমুখ। সঞ্চালনা করেন আশেকানে হাফেজনগরী কমিটির সেক্রেটারি মো. নিয়াজুর রহমান। এতে সার্বিক ব্যবস্থাপনা করে আশেকানে হাফেজনগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটি।


Related posts

চসিকের উদ্যোগে শ্রমজীবী-পথচারীদের সুপেয় পানি ও শরবত বিতরণ

Chatgarsangbad.net

টপসয়েল কাটার অপরাধ: ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Chatgarsangbad.net

মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি এর রোগমুক্তি কামনায় কৃষক লীগের দোয়া মাহফিল

Chatgarsangbad.net

Leave a Comment