আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারীর (ক.) ওরশে লাখো মানুষের ভিড়


অনলাইন ডেস্কঃ মাইজাভাণ্ডারী সুফি সাধক হয়রত গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারীর (ক.) ৮৮ তম ওরশ শরীফে লাখো ভক্ত-আশোকের ভিড় লক্ষ্য করা গেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মাইজভাণ্ডারী তরিকার সংস্কৃতি অনুযায়ী শুক্রবার, ২২ চৈত্র, ৫ এপ্রিল ওরশ মাহফিলটি পালন করা হয়েছে।

দিনটি ছিলো বাবা ভাণ্ডারীর ওফাত (মৃত্যু) দিবস, অর্থাৎ সোমবার (৮ এপিল) ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে বাবাজান কেবলার ছেহলাম (চারদিনের ফাতেহা) শরীফ পালন করা হবে। হযরত বাবাভাণ্ডারী (ক.) ১৯৩৭ সালের ৫ই এপ্রিল ইহকাল ত্যাগ করেছিলেন ।

আরও পড়ুন সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি

জানা গেছে, গত কয়েক বছর ধরে বাবা ভাণ্ডারীর (ক.) ওফাত দিবসের ওরশ রমজান মাসে হওয়ার কারণে ভক্ত-আশেকের সমাগম কিছুটা কমলেও এবারের ওরশেও যথারীতি কয়েক সপ্তাহ আগে থেকে দরবারে ভক্ত-আশেকের সমাগম শুরু হয়। দিবসটি পালনে দেশের দূর দূরান্ত থেকে মাইজভাণ্ডারী তরিকার অনুসারীরা জড়ো হয়েছেন।

শুক্রবার দরবারে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া মুনাজাত, তবরুক বিতরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর