আহসান উদ্দীন পারভেজ
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বরুমচরা ইউনিয়নে শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল তিনটায় শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও দলীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা করা হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির আহবায়ক মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার,কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আরজো সহ ইউনিয়ন উপজেলা জেলার সিনিয়র স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply