মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশঃ চন্দনাইশে বরকল ইউনিয়নের এতিম শিক্ষার্থীদের পোশাক, শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর।
এসময় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।
বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) বিকালে উপজেলার বরকল পাঠানদন্ডী তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এম পি।
এসময় মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন শরফুদ্দিন চৌধুরী কাজল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, বরকল ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, যুবলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল আলম, সাইফুল ইসলাম শিপন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, মাদ্রাসার সুপার মাওলানা এ টি এম আবদুস সাত্তার।
Leave a Reply