আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ চান সুজন সম্পাদক বদিউল আলম


চাটগাঁর সংবাদ ডেস্কঃ দেশের রাজনীতিতে চলমান সংকট ও সংঘাতের বদলে সংলাপ চায় সুশাসনের জন্যে নাগরিক (সুজন)।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সুজন আয়োজিত রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা ও সংলাপের আহ্বানে অনুষ্ঠিত মানববন্ধন আয়োজন করে সুজন।

মানববন্ধনের উদ্দেশ্য সম্পর্কে সুজনের সম্পাদক বদিউল আলম  মজুমদার বলেছেন, ‘আমরা কোনো দলের পক্ষে নই, বিপক্ষেও নই। সরকারেরও বিপক্ষে নই, এটা জনগণের পক্ষে। সারাদেশে মানুষ আজ নিজের ভোটারাধিকারের পক্ষে দাঁড়িয়েছে।’

একইসঙ্গে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদেশীদের অংশগ্রহণকে হস্তক্ষেপ হিসেবে দেখছেন না তিনি।

চলমান সংকট সম্পর্কে বদিউল আলম মজুমদার বলেন, ‘দলীয় সরকার বনাম তত্ত্বাবধায়ক সরকার এটা সমস্যা নয়, মূল সমস্যা ভোটাধিকার। ভোটাধিকার নিয়ে সমস্যা গণতন্ত্রের সমস্যা, কোনো ধরনের অভ্যন্তরীণ সমস্যা নয়। এটা জাতীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা।’

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘সুষ্ঠু ও যথাযথ আয়োজনে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের আচরণ নিরপেক্ষ হতে হবে। নির্বাচনী ক্ষেত্রে সমতা থাকতে হবে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য। ১৯৯৬ সালে রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের জন্যে যে তত্ত্বাবধায়ক সরকার করেছে সেটা ভেঙে দেয়ার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেটা নিশ্চিত করতে সস্তা স্লোগানের বাইরে এসে রাজনৈতিক দলগুলো মূল সমস্যা চিহ্নিত করতে হবে।’

বিদেশী হস্তক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেকোনো রাষ্ট্র গণতন্ত্রের জন্যে আমাদের দায়বদ্ধ করতে পারে। বাঙালি ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে পাকিস্তান, তারপর সামরিক বাহিনী জীবনের অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। এজন্য সারাবিশ্বের মানুষ মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে দাঁড়িয়েছে। আমাদের মানবাধিকার কোনো অভ্যন্তরীণ বিষয় নয়। রাজনৈতিক দলগুলো যেন সমঝোতায় বসে। সংঘাতের মাধ্যমে নয়, বলপ্রয়োগের মাধ্যমে নয় প্রয়োজন সংলাপ।’

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর