আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুচিয়া আরকে উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:

চন্দনাইশের সুচিয়া রাম কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহষ্পতিবার সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিও স্থায়ী দাতা সুনির্মল চৌধুরী এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য কিশোর চৌধুরী।

সুচিয়া আরকে উচ্চ বিদ্যালয়

বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী সমিতির সেক্রেটারি তৃষিত চৌধুরী এফসিএ, সাবেক প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক সলিল চক্রবর্তী, সাবেক ছাত্র রূপেন চক্রবর্তী, সুভাষ দাশ, সুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিপ্লব চৌধুরী, বরমা প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, এসএমসি সদস্য রবীন্দ্র লাল চৌধুরী, অমর কান্তি ভট্টাচার্য্য, সঞ্জয় ভট্টাচার্য্য, মোহাম্মদ ফরিদ, ত্রিদিব বড়ুয়া, মিসেস মনিকা তালুকদার। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্ত।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন- শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন, ক্রীড়া ইত্যাদি একই সুত্রে গাঁথা। মানসম্মত শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের অবশ্যই কালোপযোগী বিদ্যার্জন করতে হবে। সহপাঠক্রমিক কার্যক্রমে অংশ গ্রহণ করতে হবে। নিজেদের মানবসম্পদ ও জন্মভূমিকে উন্নত জাতি গড়তে সত্যিকারের শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। তাতেই অচিরেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধ তথা স্মার্ট জাতিতে পরিণত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর