চাটগাঁর সংবাদ ডেস্কঃ বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটির কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ আগস্ট) সংস্থাটির দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১৫৭ মিলিমিটিার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে। সবচেয়ে কম ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে। এদিন সবচেয়ে বেশি তাপমাত্রাও ছিলো মাইজদীতে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো বান্দরবানে।
Leave a Reply