সৈয়দ শিবলী ছাদেক কফিল:
"শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" স্লোগান নিয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের রাষ্ট্রের কর্ণধার, তাদেরকে সুশিক্ষা অর্জনের মাধ্যমে মানব সম্পদ হিসেবে গড়তে হবে। শিক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। শিক্ষার উন্নয়নে অনেক কাজ করেছেন। ছাত্র ছাত্রীদেরকে প্রকৃত ইতিহাস জানতে হবে, অবশ্যই বইমনস্ক হতে হবে ও দেশপ্রেমী হতে হবে। দেশকে এগিয়ে নিতে ছাত্র-ছাত্রীদের সময়ের উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে।
৫ জুলাই শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিন্নাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজেের অধ্যক্ষ প্রফেসর রঞ্জিত কুমার দত্ত, চন্দনাইশ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ পৌরসভা মেয়র আলহাজ্ব মু. মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভা মেয়র আলহাজ্ব লোকমান হাকিম থানার ওসি (তদন্ত) জুজুৎসু যশ চাকমা, মুক্তিয়োদ্ধা কমাণ্ডার জাফর আলী হিরো, বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহীম চৌধুরী, হাশিমপুরের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক চৌধুরী, বৈলতলীর চেয়ারম্যান এস এম সায়েম, ধোপাছড়ির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম, জোয়ারার চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, বরমার চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, সাতবাড়িয়ার চেয়ারম্যান আলহাজ্ব আহমদ রহমান ডিলার ভেট্টা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।
এ সময় প্রতিমন্ত্রী উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ পর্যায়ে) গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজীত কুমার দত্ত, শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদরাসা পর্যায়ে) হাশিমপুর মকবুলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল পর্যায়) বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল কবির চেধুরীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজরী ছাত্র-ছাত্রীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।