আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতে বিশেষ নির্দেশনা সিএমপির


#অতিরিক্ত ভাড়া নিলে শাস্তি
#ফিটনেস বিহীন যান চলবে না
#অস্থায়ী কাউন্টারের বিরুদ্ধে ব্যবস্থা
#লাইসেন্সবিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে জিরো ট্রলরেন্স

অনলাইন ডেস্কঃ ঈদ উদযাপন করতে প্রতিবছর চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিজ গ্রামের নিজ বাড়িতে ফিরে যান লাখ লাখ মানুষ। তাদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবারও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রুটিন দায়িত্বের পাশাপাশি এবারের ঈদেও সড়কে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়তি নজরদারি থাকবে। এরমধ্যে কোনো পরিবহণ কতৃপক্ষ বাংলদেশ সড়ক পরিবহণ কতৃপক্ষের (বিআরটিএ) নির্দেশ অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেস বিহীন গাড়ি দেখলেই জব্দ, অস্থায়ী কাউন্টার পরিচালনা করে সড়কে যানজট তৈরি করলে আইনানুগ ব্যবস্থা এবং লাইসেন্স বিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।

আরও পড়ুন সড়কে দুর্ঘটনা থেকে বাঁচতে জেনে নিন গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালের অর্থ

জানতে চাইলে ডিসি এন এম নাসিরুদ্দিন (ট্রাফিক-দক্ষিণ) চাটগাঁর সংবাদকে বলেন, ‘ঈদের সময় সড়কে আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেদিকে বিশেষ নজরদারি থাকবে।’

ঈদের সময় মহাসড়কে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রদর্শনের নির্দেশ দিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কতৃপক্ষ।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে ঈদে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলাচল করতে পারবে না। ঈদের সময় মহাসড়কে নছিমন, করিমন, ভটভটির মতো যানবাহন চলাচলও বন্ধ থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর