ফারুকুর রহমান বিনজু, পটিয়াঃ অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে কোথাও উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়েছে তার; তাই দক্ষিণ চট্টগ্রামের কমপক্ষে ৮টি উপজেলার প্রায় ২ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরবরাহ লাইন মেরামত না করা অবধি ওই আটটি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১।
বুধবার দুপুরে (৯ আগস্ট) পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্রগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী।
তিনি বলেন, ‘বর্তমানে তিনটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে। বিদ্যুতের খুঁটি একদিকে মেরামত করলে আরেকদিকে ভেঙ্গে পড়ছে। গত ২৪ ঘণ্টা ধরেই ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ লাইন মেরামতে কাজ করা হচ্ছে।’
বন্যার পানি কমে গেলে ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক করা হবে নিশ্চিত করে বলেন, ‘আমাদের টিম রাত দিন পরিশ্রমের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছে।’
এজন্য সবার সহযোগিতা কামনা করছেন বলেও জানান তিনি।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘এ পর্যন্ত ৪৪টি খুঁটি ভেঙ্গেছে, ২৩টি খুঁটি হেলে পড়েছে, ৫৪টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে, ২৭টি ক্রস আর্ম, ৬৩টি ইনস্যুলেটর নষ্ট হয়েছে, ৪৫২টি স্পটে তার ছিঁড়ে গেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম।
Leave a Reply