Hom Sliderবাংলাদেশ

অভিনব কায়দায় ফ্রাইপ্যানে স্বর্ণপাচার, চট্টগ্রামে আটক


অনলােইন ডেস্কঃ ফ্রাইপ্যানের হাতল ও পারফিউমের বোতলের মুখে লুকিয়ে স্বর্ণ পাচারের ঘটনা ধরা পড়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। রবিবার (২৭ আগস্ট) ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটে দুবাই থেকে সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন মোহাম্মদ রেজাউল করিম নামের ওই যাত্রী।তার বাড়ি কক্সবাজারের মহেশখালী।

তিবি একটি স্বর্ণবারের ৪০ হাজার টাকা ট্যাক্স দিয়ে কাস্টমস হল অতিক্রম করে ব্যাগেজ নিয়ে চলে যাওয়ার সময় বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়।

এ সময় তার কাছ থেকে ১ টি স্বর্ণের বার (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম), ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট), ৩টি রিং সদৃশ স্বর্ণ (২৪ ক্যারেট, ৮৮ গ্রাম), ২টি স্বর্ণের দণ্ড (২৪ ক্যারেট, ২৩৩ গ্রাম) মিলে ৫৩৯ দশমিক ৫ গ্রাম স্বর্ণ এবং ২টি মোবাইল ফোন (Samsung galaxy s21), ১টি ল্যাপটপ (ডেল) এবং ২ কার্টন সিগারেট (ইজি লাইটস) উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণ, মোবাইল ফোন, ল্যাপটপ ও সিগারেট এনএসআই কর্তৃক শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা পণ্যের বাজার মূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা।

ধারণা করা হচ্ছে, ব্যাগেজ পার্টির পণ্য পরিবহন করছিলেন তিনি। তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় শুল্ক গোয়েন্দা কর্তৃক ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

২১ আগস্টের বিচার সরকারের ‘সাজানো নাটক’: মির্জা ফখরুল

Chatgarsangbad.net

ঈদে বিআরটিসির অতিরিক্ত ৫৫০ বাস, পত্রিকায় বিজ্ঞপ্তি

Chatgarsangbad.net

চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীসহ বিভিন্ন জেলার ৪৪ প্রকল্প একনেকে অনুমোদন

Chatgarsangbad.net

Leave a Comment