আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেশুয়া উচ্চ বিদ্যালয়ে এসএমসি নির্বাচন সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ বরমা ইউনিয়নের কেশুয়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২৯ আগস্ট সোমবার সম্পন্ন হয়। সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

৩০২ জন ভোটার প্রত্যক্ষ ভোট দিয়ে ১১জন প্রার্থীর মধ্যে দিদারুল আলম ১২৭ ভোট পেয়ে প্রথম, মফিজুল ইসলাম ১২৪ ভোট পেয়ে দ্বিতীয়, ফজলুল হক ১১৮ ভোট পেয়ে তৃতীয় ও মো.সেলিম উদ্দিন ১০৩ ভোট পেয়ে চতুর্থ এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে কাজী কামরুন নাহার ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে দাতা সদস্য পদে ফেরদৌস আহমদ ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। সহকারী ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। সার্বিক ব্যবস্থাপনা করেন কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন। আইন শৃঙ্খলা রক্ষায় চন্দনাইশ পুলিশ দায়িত্ব পালন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর