গ্রামীণ সমাজ বিকাশ ও মানবকল্যাণের লক্ষ্যে প্রায় ৪৪ বছর আগে ১৯৭৯ সালের ১ সেপ্টেম্বর শিক্ষা কার্যক্রম শুরু করে শ্যামলী আইডিয়াল শিক্ষা পরিবার৷ সেই থেকে আজ অবধি প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দেশে অসংখ্য দক্ষ জনশক্তি তৈরি করে চলেছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যক্ষ এম এ সাত্তার প্রতিষ্ঠানটির সকল শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি জানান, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারমুক্ত দক্ষ, আত্ননির্ভরশীল জনশক্তি তৈরি করতে তার প্রতিষ্ঠান নিরলস কাজ করে যাচ্ছে। আগামিতে গবেষণা কার্যক্রম আরো বাড়ানো হবে।
এম এ সাত্তার বলেন, ‘আজ প্রতিষ্ঠা বার্ষিকীর এই ক্ষণে আমি শ্যামলী আইডিয়াল শিক্ষা পরিবারের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা,কর্মচারী ও শুভান্যুধায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ৷ শ্যামলী আইডিয়াল শিক্ষা পরিবারের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন পর্যায়ে যেসমস্ত গুণীব্যক্তিবর্গ অবৈতনিকভাবে তাঁদের শ্রম, মেধা দিয়েছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ৷
Leave a Reply