আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

“শিল্পাঙ্গন” ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত


চট্টগ্রাম (মহানগর) প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) গত ১৯ মে শুক্রবার, বিকালে নানা আয়োজনের মধ্য দিয়ে অনলাইন জগতের শিল্প, সাহিত্য, সংস্কৃতিচর্চা, সমৃদ্ধির চারণভূমি খ্যাত ‘শিল্পাঙ্গন’ ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এই সময় কবি, সাহিত্যিক, উপন্যাসিক, শিল্প-সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষক, পাঠক, শ্রোতা-দর্শক, কন্ঠশিল্পী, অভিনয় শিল্পী, ফটোগ্রাফার, সাংবাদিক, শিক্ষাবিদসহ গুণীজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

কণ্ঠশিল্পী ও সংগঠক কাজী রেহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা আহসানুল হক মিনু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রামের সম্মানিত সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব জান্নাতুল ফেরদৌস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর রীতা দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বন্দরের, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা কবি ও সংগঠক জনাব নজরুল ইসলাম বাঙ্গালি।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সময়ের জনপ্রিয় কবি, গিটারশিল্পী, সংগঠক ও মাসিক নবযাত্রা’র সম্পাদক জনাব দুর্জয় পাল।
অন্যান্য আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক জনাব ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, শিক্ষক, কবি ও সংগঠক গাজী সাইদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা শিক্ষক, চিত্রশিল্পী, কবি, ছড়াকার ও সংগঠক কাজী শামীমা আক্তার রুবী।

সাফা মারওয়া এবং মহসিন জুয়েলের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানের ১ম পর্বে পবিত্র কোরান, গীতা, ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত, স্বরচিত কবিতা পাঠ, গান, গ্রুপের এডমিন-মডারেটর ও উপদেষ্টাদের পরিচিতি পর্ব দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

২য় পর্বের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে উত্তরীয় এবং কোটপিন পরিয়ে দেন শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি।
এরপর শুরু হয় বক্তাদের প্রাণবন্ত আলোচনা, ক্রেস্ট, সনদ এবং উপস্থিত গুণীজনদের হাতে কবিতার বই উপহার।
সবশেষে, সকলের উপস্থিতিতে ফটোসেশানের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, ২০২১ সালের ১৪ই এপ্রিল, অনলাইন জগত ফেসবুক গ্রুপের মাধ্যমে আত্মপ্রকাশ হয় শিল্পাঙ্গন নামের সংগঠনটির।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর