বাদ পড়লো শব-ই-মিরাজ ও আষাঢ়ি পূর্ণিমার ছুটি


অনলাইন ডেস্কঃ চলতি শিক্ষাবর্ষে (২০২৪) প্রাথমিকে ছুটি ৫৪দিন থেকে বাড়িয়ে ৭৬দিন করা হয়েছে। সে হিসাবে এবছর প্রাথমিকে ছুটি বাড়লো ২২দিন। তবে এবার পূর্বেকার কয়েকটি ছুটি বাতিল করে নতুন কয়েকটি ছুটি সংযোজন করেছে অধিদপ্তর। এরমধ্যে উল্লেখযোগ্য হলো চলতি শিক্ষাবর্ষে শব-ই-মিরাজ, আষাঢ়ি পূর্ণিমা ও শুভ দোলযাত্রা উপলক্ষ্যে ছুটি থাকছে না। পাশাপাশি এবার পবিত্র আশুরা উপলক্ষ্যেও থাকছে ছুটি। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সংশোধিত ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন ২০২৪ সালে সরকারি প্রাথমিকের ছুটি ৬০ দিন

ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র রমজান; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস; স্বাধীনতা দিবস; ইস্টার সানডে; জুমাতুল বিদা; শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব; শব-ই-কদর; ঈদুল ফিতর; বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে পূর্বেকার (২০২৩ সাল) ১৪ দিনের ছুটি বর্ধিত করে ২৯ দিন করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ১২দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি ৫ দিনের জায়গায় ৭ দিন করা হয়েছে।

তথ্যসূত্র: সংগৃহীত


Related posts

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রামে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ পেলেন ৪৯৮ নারী

Chatgarsangbad.net

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

Chatgarsangbad.net

Leave a Comment