আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সার্ভারের জটিলতায় পটিয়ায় ফের বিঘ্নিত স্মার্টকার্ড বিতরণ


ফারুকুর রহমান বিনজু, পটিয়াঃ সার্ভারের জটিলতার কারণে পটিয়ায় ফের বিঘ্নিত হয়েছে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম।

জানা গেছে, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা, থানামহিরা ও গোরনখাইন এলাকায় জাতীয় পরিচয় পত্র স্মার্টকার্ড বিতরণের পূর্ব নির্ধারনী তারিখ ছিলো ১৯ ও ২০ সেপ্টেম্বর (মঙ্গল ও বুধবার)। এসময় ৬ হাজার ৬৭৭ জন ভোটারের স্মার্টকার্ড বিতরণের কথা ছিলো। কিন্তু সার্ভারের জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি।

আরও পড়ুন পিকআপের মুখোমুখি সংঘর্ষে পটিয়ায় মোটর সাইকেল চালকের মৃত্যু

এদিকে স্মার্টকার্ড সংগ্রহের জন্য ছুটি নিয়ে গ্রামে এসেছিলো সরকারি-বেসরকারি চাকুরিজীবীরাসহ এলাকার লোকজন ভোগান্তিতে পড়েছেন।

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো আরিফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুসুমপুরা ইউনিয়ন থানামহিরা, বিনানিহারা ও গোরনখাইন এলাকায় স্মার্টকার্ড বিতরন কাজ শুরু করলে সার্ভারের জটিলতায় কাউকে স্মার্ট কার্ড দেওয়া হয়নি। এনআইডি সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের সেবা বন্ধ রয়েছে।তাই এ দু’দিনের শিডিউল অনুযায়ী আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর ঐ সব এলাকার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন সহ একটি পৌরসভায় স্মার্টকার্ড ধাপে ধাপে ২ লাখ ৬৫ হাজার ৭০০ জন ভোটারদের মাঝে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী বিতরণ করা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর