আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসি’তে চাকরির জন্য প্রশিক্ষণ বিষয়ক সেমিনার

আইআইইউসি’তে চাকরির প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


চাটগাঁর সংবাদ ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষে সাফল্য লাভের জন্য চাকরির জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি)। শনিবার (৫ আগষ্ট) আইআইইউসি’র ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্লাব ও ইটিই ক্যারিয়ার ফোরাম যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে। আইআইইউসি’র ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রাশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ড. ইঞ্জিনিয়ার রাশিদ আহমেদ চৌধুরী, প্রক্টর জনাব মো. ইফতেখার উদ্দিন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ড. মো. শামিমুল হক চৌধুরী৷

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্বের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান এরিকসন এর পিপল বিজনেস পার্টনার (বাংলাদেশ) মো. খাইরুল বাশার। ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম ইফতির কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এতে উদ্বোধনী বক্তব্য রাখেন আইআইইউসি টেলিকম ক্লাবের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল গফুর। কীভাবে স্মার্ট এবং এফিসিয়েন্ট সিভি বানাতে হয়, ইন্টারভিউতে কীভাবে উপস্থিত হতে হয়, কিভাবে ইন্টারভিউতে নিজেকে উপস্থাপন করতে হয় ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন ব্যবহারিক পরামর্শ উপস্থাপন করেন সেমিনারের প্রধান বক্তা মো. খাইরুল বাশার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বিভিন্ন উদাহরণের সাহায্যে উদ্ভুত বিভিন্ন পরিস্থিতিতে করণীয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। ইন্টারেকটিভ এ সেশনে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের মাধ্যমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। আইআইইউসি টেলিকম ক্লাব ও ইটিই ক্যারিয়ার ফোরামের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ আমন্ত্রিত প্রধান বক্তাকে সম্মানসূচক ক্রেস্ট দেন এবং এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। ভবিষ্যতে এ ধরণের অনুষ্ঠান আরো আয়োজিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার মাঝেও শিক্ষার্থীদের উপস্থিতি এবং পুরো অনুষ্ঠানে তাদের আন্তরিক অংশগ্রহন এই অনুষ্ঠানের স্বার্থকতা এবং সাফল্যকে প্রমান করে।’ অনুষ্ঠানে শিক্ষার্থীরাও আশা করেন তারা ভবিষ্যতে এই ধরনের আরো অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের দক্ষতান্নোয়ন করার সুযোগ পাবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর