আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতীকি ছবি

৩২ ঘণ্টার হরতালে থমথমে রাঙামাটি, ১৪৪ ধারা জারি


ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফা দাবিতে রাঙামাটিতে ৩২ ঘণ্টা হরতাল দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এতে রাঙামাটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। আজ ৬ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে শুরু হয় সংগঠনটির হরতাল কার্যক্রম।

আগামী ৭ সেপ্টম্বর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে রাঙামাটিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সব শপিংমল, দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলতে দেয়া হয়নি। এসময় শহরে যানবাহন চলাচল দেখা যায়নি। তবে অফিস আদালত খোলা থাকার কারণে পায়ে হেটে যাতায়াত করছেন অনেকে।

অন্যদিকে রাঙামাটি সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষার্থীদের পরীক্ষা থাকায় মারত্মক বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। যদিও সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা কার্যক্রম চালানোর জন্য কলেজে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যানবাহন চলাচল বন্ধ থাকায় পায়ে হেটে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। তবে কঠোর অবস্থানে ছিল পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দিতে দেখা গেছে। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর