প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৩, ১:৫০ অপরাহ্ণ
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ১৩ মে, শনিবার বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি, রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরী।
তিনি বলেন, বর্তমান যুগে বিজ্ঞানকে অবজ্ঞা করার সুযোগ নেই। বিজ্ঞানের ইতিবাচক ও নেতিবাচক দুই দিকেই খেয়াল রাখতে হবে। মানবিকতা ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হয়ে আমাদের আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে।
মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য কামাল উদ্দীন, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক শিমুল পাল, বিজ্ঞান শিক্ষিকা শিউলী রাণী রায় প্রমুখ।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.