আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় স্কুলের প্রধান শিক্ষকের নিখোঁজ


এম. দিদারুল করিম:

পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ নিখোঁজ রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। লোকজনের মুখে মুখে টক অব দি পেকুয়ায় পরিনত হয়েছে। নিখোঁজ আরিফ পেকুয়া সদরের মাতবরপাড়ার মৃত বজলুল করিমের দ্বিতীয় সন্তান। এ ব্যাপারে প্রতিকার চেয়ে মোহাম্মদ আরিফের স্ত্রী বাদী হয়ে পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন।

নিখোঁজ আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম জানান, আমার মেঝভাই আরিফ গত রবিবার রাত ৯ টার দিকে নিখোঁজ রয়েছে। এ সময় তিনি পেকুয়া চৌমুহনীতে ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর কোন খবর নেই। সে কি অপহরণ হয়েছে না নিখোঁজ রয়েছে কেউ বলতে পারছেনা। এ নিয়ে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও এলাকাবাসী উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে। অজানা আতংকে নির্ঘুম দিন পার করছেন পরিবার।

এলাকাবাসী সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়তো কেউ তুলে নিয়ে যেতে পারে। এ বিষয়ে পেকুয়া থানা পুলিশের তেমন তৎপরতা চালাচ্ছেনা বলে জানান।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরী করেছেন। সর্বশেষ তার কোন খবর নেই বলে সাংবাদিকদের জানান। তবে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর