দিদারুল আলম (দিদার)➤চাটগাঁর সংবাদ।
রোববার (৩০ এপ্রিল ২০২৩ ইং ) রাতে অবৈধ হওয়ার কারণে সৌদি আরব থেকে ২৮৩ জন প্রবাসী কর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব সরকার। সৌদি আরবের দৃষ্টিতে অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ফেরত পাঠানো হয়েছে। প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এ কথা জানিয়েছেন।তিনি বলেন, এর জন্য প্রবাসী কর্মীরা দায়ী নয়। দায়ী হচ্ছে যারা শ্রমিকদের পাঠিয়েছিল সেসব রিক্রুটিং এজেন্সি। এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ ফেরত আসা কর্মীদের ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply