চট্টগ্রাম

সৌদি রাষ্ট্রদূত ও ড. আবু রেজা নদভী এমপির কোরিয়ান ই পি জেড পরিদর্শন


বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এবং এই সফরের সার্বিক তত্বাবধায়ক চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সাংসদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী নদভী এমপি ১৯ জুন ২০২৩ সোমবার চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান এক্সপোর্ট প্রোসেসিং জোন (কঊচত) পরিদর্শন করেন। কোরিয়ান ইপিজেড করপোরেশন বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সা’দাত অতিথিদের স্বাগত জানান এবং কোরিয়ান ইপিজেডের সার্বিক কর্মকান্ডের উপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন।

পরে অতিথিদের সমগ্র ইপিজেড এলাকাসহ একটি পোশাক শিল্প কারখানা পরিদর্শন করানো হয়। এসময় মান্যবর সৌদি রাষ্ট্রদূত বলেন, তৈরি পোশাক শিল্প খাতে বাংলাদেশ পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বাংলাদেশের পোশাক শিল্প খাত সহ অন্যান্য খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সাংসদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই পরিদর্শন সফরে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি’র মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Related posts

বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে এনে বিচার কার্যকর করার দাবি

Chatgarsangbad.net

চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘হাসিনা: এ ডটার’স টেল’ এর বিশেষ প্রদর্শনী

Chatgarsangbad.net

পটিয়ায় ব্যানারে ছবি না থাকায় ছাত্রদলের বাকবিতন্ডায় ছুরিকাঘাতে ১কর্মী আহত

Chatgarsangbad.net

Leave a Comment