চট্টগ্রাম

সাতকানিয়া স্কাউট কাউন্সিলের ত্রৈবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


বাংলাদেশ স্কাউটস সাতকানিয়া উপজেলা শাখার ত্রৈবাষিক কাউন্সিল ২০২৪ এর নির্বাচন ১৩ই মে সকাল দশ ঘটিকায় সাতকানিয়া মডেল হাইস্কুলে অনুষ্ঠিত হতে হয় । সাতকানিয়ার উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২৮ জন ভোটারের মধ্যে ৩০৩ জন ভোটার উপস্থিত ছিলেন এবং সকলেই ভোট দেন। যাতে কাস্টিং ভোট ছিলো ৯২.৩৭%
মোট ১৩ টি পদের মধ্যে ১০টি পদে নির্বাচন হয়। ৩ টি পদে বিনা ভোটে নির্বাচিত হয়। ১০ টি পদে নির্বাচন হয়। সহ-সভাপতি ৫ জন, কমিশনার ১ জন, সম্পাদক ১ জন, যুগ্ম সম্পাদক ১জন, কোষাধাক্ষ ১জন ও ৪ জন গ্রুপ সভাপতি নির্বাচিত হয়। সরেজমিনে দেখা যায়, সহ-সভাপতি পদে বেশি ভোটে নির্বাচিত হয়েছেন , আবু হানিফ-২৪১ ভোটে, নাজমিন আক্তার-২২৮, এনামুল হক-২১৯ ভোটে, উত্তম কুমার চক্রবর্তী-২১২ ভোটে,মনিরুল আলম-২১২ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইদ্রিস-১১৬ ও হাসনাত বেগম-৮৮ ভোট পান । কমিশনার পদে ২১১ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী-২১১ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ চৌধুরী পান ৯২ ভোট। যুগ্ম সম্পাদক পদে ২২৭ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম পান ৫৯ ভোট । কোষাধাক্ষ পদে ২২৮ ভোটে নির্বাচিত হয়েছেন আবু মহসিন মোঃ মনিরুল হাসান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মালেক পান ৫৯ ভোট। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম-২৪১ ভোট, রঞ্জন কুমার ধর-২৪১ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলম আরা বেগম পান ৯৪ ভোট।

 

 


Related posts

মিরসরাইয়ে শীতকালীন সবজি আবাদ করেছে কৃষক

Chatgarsangbad.net

সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

Md Maruf

হারুয়ালছড়ি বিএনপির প্রস্তুতি সভা

Chatgarsangbad.net

Leave a Comment