আজ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস পালিত


নুরুল কবির রিফাত

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কলেজের অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক রুহুল কাদের, অধ্যাপক আব্দুচ ছবুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রুহুল আমিন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাষণে স্বাধীনতাকামী বাঙালির অন্তরের আকুতি প্রকাশ করেছে। স্বাধীনতা যুদ্ধের মন্ত্র ৭ মার্চের ভাষণ। এই ভাষণ বিশ্বশ্রেষ্ঠ ভাষণের অন্যতম একটি ভাষণ। অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি, অসমাপ্ত আত্মজীবনী থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর