বিসিএসের প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি চান সারজিস


অনলাইন ডেস্ক

বিসিএসে প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বুধবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক একাউন্ট থেকে দেয়া এক পোস্টে সারজিস আলম বলেন, একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা যে কতটা অক্লান্ত পরিশ্রম ও সৌভাগ্যের বিষয় তা শুধু তারাই জানে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়।

‘৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল এবং যারা সেই প্রশ্নগুলো কিনেছে সে সকল কালপ্রিটদের তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ও শাস্তির আওতায় আনা হোক।’

তিনি আরও বলেন, কিন্তু বাকি ১০ হাজারের অধিক শিক্ষার্থী যারা মেধা, পরিশ্রম এবং যোগ্যতা দ্বারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ওই কালপ্রিটদের জন্য তাদের সাথে এত বড় অন্যায় করা কখনোই যৌক্তিক সমাধান হতে পারে না। এ দুর্নীতির দায় আপনাদেরকেই নিতে হবে ৷

সারজিস বলেন, তাই পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্পষ্টভাবে বলতে চাই, যারা এই প্রশ্ন ফাঁস এবং প্রশ্ন ক্রয়ের সাথে জড়িত ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন। কিন্তু অন্য দশ হাজারের অধিক শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট করার কোন অধিকার আপনাদের নেই।


Related posts

মহান মে দিবসে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা গণপরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত

Chatgarsangbad.net

বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করলে আইন প্রয়োগ করছে চসিক

Chatgarsangbad.net

শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করছেন: মতিয়া চৌধুরী

Chatgarsangbad.net

Leave a Comment