আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Sanat Babla

এআইপিএস এশিয়ার সদস্য হলেন সনৎ বাবলা


ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এসোসিয়েশন এর এশিয়ান সংস্থা (এআইপিএস এশিয়া)-এর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর সভাপতি সনৎ বাবলা। আজ মঙ্গলবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত মহাদেশীয় নির্বাচনে এশিয়ার নতুন সভাপতি হয়েছেন দক্ষিন কোরিয়ার হি ডং জং। টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন পাকিস্তানের আমজাদ মালিক।

কার্যনিবাহী কমিটির আটটি সদস্য পদে ১৫ জন প্রতিযোগির মধ্যে বাংলাদেশের সনৎ বাবলা দ্বিতীয় হয়েছেন। অপর নির্বাচিতরা হলেন- হিরোকী সোডা (জাপান), সাফওয়ান সানাব( প্যালেষ্টাইন), আহমেদ সাইফ (ওমান), নিম সং ফং (মৗাকাও), হেলেন চাই (চাইনজ তাইপে), আবদুল সালাম আলী সৌদ (ইয়ামেন) ও ইলিয়াস ওমারভ (কাজাকিস্তান)।

কংগ্রেসে অংশগ্রহনকারী এশিয়ার ২৩ দেশের প্রতিনিধিরা নির্বাচনে ভোট প্রদান করেন। সভাপতি পদে মালয়েশিয়ার প্রতিনিধি প্রার্র্থীতা প্রত্যাহার করায় হি ডং বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। সৌদি আরবের আদেল আল জাহরানি প্রথম সহ সভাপতি নির্বাচিত হন। অপর পাচ সহ সভাপতি হলেন- মুবারক আল বুয়াইনিন (কাতার), খালিদ হায়দার (কুয়েত), আহমেদ খাওয়ারাই ঈসা (মালয়েশিয়া), সাবানায়েক (ভারত) ও মিসাম জামানবাদাই (ইরান)। নেপালের নিরঞ্জন রাজবংশী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর