আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শোক সংবাদ (বেগম রিজিয়া সিরাজের মৃত্যু)


চন্দনাইশ সংবাদদাতা:

বরমা কলেজের অন্যতম প্রতিষ্ঠানেরতা ডা. সিরাজুল ইসলাম কাজমীর স্ত্রী, বরমা কলেজ গভর্নিং বডির সদস্য ও বরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শহিদুল আজম কাজমী সাহেদ এবং বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমীর মাতা, পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আবুল কালাম আজাদ (কার কালাম)’র বোন, বরমা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবুল মনছুর মো. হাবীবের শ্বাশুড়ি বেগম রিজিয়া সিরাজ, আজ ১৪ নভেম্বর ২০২২ সোমবার অপরাহ্ন ২টা ২মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিলাহে– — –রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি ৪ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বরমা-মাইগাতা কাজীবাড়িস্থ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স মাঠে ১৪ নভেম্বর সোমবার রাত ১০টায় মরহুমার প্রথম নামাজে যানাজা এবং ১১টায় দ্বিতীয় নামাজে যানাজা অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম- ১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভা মেয়র আলহাজ্ব মু. মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি ও বরমা বৈশাখী মেলা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম টিটু, সাবেক চেয়ারম্যান মো. নুরল ইসলাম, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. দেলোয়ার হোসেন, সেক্রেটারি মুহাম্মদ এরশাদ, বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম এ রাজ্জাক রাজ, সেক্রেটারি নাসির উদ্দীন বাবলু, বরমা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গাজী মো. সালাউদ্দীন, ৭নং মাইগাতা ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাখাওয়াত হোসেন টিপু, বরমা ব্লাড ব্যাংকের এডমিন ইমাদুল হাসান সুজন, দেশপ্রিয় খেলাঘর আসরের সহ-সভাপতি সুবল দেব, সেক্রেটারি সুজন বিশ্বাস প্রমুখ গভীর শোক প্রকাশ করে প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর