Hom Sliderবাংলাদেশ

ঢাকা সফর বাতিল করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ


বাতিল হয়ে গেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর তার ঢাকায় আসার কথা ছিল।

রবিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বাংলাদেশে আসছেন না।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাশিয়া গত শুক্রবার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সের্গেই লাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর বাতিলের বিষয়ে সূত্রটি জানায়, সম্প্রতি ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর দরকষাকষি চলছে রাশিয়ার। সে কারণে হয়তো সফর বাতিল হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে মূলত রাজনৈতিক সম্পর্কের বিষয়টিতে জোর দিচ্ছে মস্কো। ২৩টি দেশের সমন্বয়ে গঠিত আইওআরএতে যুক্ততার বিষয়ে রাশিয়া দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল।

তথ্যসূত্র: পূর্বকোণ


Related posts

রূপান্তর হবে দেশের ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান

Chatgarsangbad.net

চমেকে আনা হয়েছে প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ আহত পুলিশ সদস্যদের

Chatgarsangbad.net

ভদন্ত তিলোকানন্দ মহাথেরের প্রয়াণে বৌদ্ধ মনীষী হারিয়েছি আমরা: দীপংকর তালুকদার

Chatgarsangbad.net

Leave a Comment