অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী মোহাম্মদ রুহুল আমীন পেনশনের ১৪ লাখ ৯৬ হাজার টাকা উত্তোলন করে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করলে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সোমবার (১৮ সেপ্টেম্বর) ওই ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পাহাড়তলী থানা পুলিশ মামলা নেয় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে।
মামলাসূত্রে জানা গেছে, রেলওয়ে কর্মচারী রুহুল আমীন পেনশনের টাকা উত্তোলন করে তার স্ত্রী খোদেজা বেগমের অ্যাকাউন্টে আগ্রাবাদ সোনালী ব্যাংকে জমা দেওয়ার জন্য সিএনজি খোঁজেন। তখন একটি সিএনজিতে থাকা অজ্ঞাত ২-৩ জন ছিনতাইকারী টাকার ব্যাগ টান দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসছে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি
রুহুল আমিন ফেনী জেলার সদর থানার গজারিয়া গ্রামের মৃত সিকান্দার মিয়ার ছেলে। এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি জহির উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলছে, ছিনতাইকারী ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি আটকে অভিযান চলছে।
Leave a Reply