আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সরকার পতন আন্দোলনে বিএনপির ৩ সংগঠনের রোডমার্চ


অনলাইন ডেস্কঃ সরকার পতনের একদফা দাবিতে তারুণ্যের রোডমার্চ শুরু করেছেন বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মূলত তরুণ ভোটারদের কাছে টানা এবং সরকাবিরোধী চূড়ান্ত আন্দোলনে তাদেরকে সম্পৃক্ত করা এই সংগঠনগুলোর লক্ষ্য।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে রংপুর থেকে এ কর্মসূচি শুরু হয়। রংপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় রোডমার্চ। দিনাজপুর গিয়ে শেষ হবে প্রথম দিনের এ কর্মসূচি। রোডমার্চের চলাকালে আদমদিঘী, সৈয়দপুর ও দশমাইলে তিনটি পথসভা হবে।

রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন আট নেতাকে পদোন্নতি দিয়েছে বিএনপি

সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। রোডমার্চ শেষে অপর সংক্ষিপ্ত সমাবেশে অংশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এসব সমাবেশ সঞ্চালনায় রয়েছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

রোববার সকাল ৯টায় বগুড়া শহরের চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহী শেষ হবে দ্বিতীয় দিনের রোডমার্চ।

এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

বিএনপি ও সমমনা দলগুলো সরকার বিরোধী এক দফা আন্দোলনে রয়েছে।এই আন্দোলনকে তারা যুগপৎ আন্দোলন নাম দিয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর