ধানমন্ডি ও বনানীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের নিরঙ্কুশ বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এ সময়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পুষ্পস্তবক অর্পণের পর শেখ হাসিনা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে বনানী কবরস্থানে যান এবং বঙ্গমাতা ও ১৫ আগস্টের অন্য শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শেখ হাসিনা ও শেখ রেহানা পবিত্র কুরআনের সূরা ফাতেহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এরপর বনানী কবরস্থানেও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

তথ্যসূত্র: বাসস


Related posts

মহেশখালীতে গভীর রাতে চিংড়ি ঘেরে ডাকাতি ৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল লুট, গুলিবিদ্ধসহ আহত-৪

Md Maruf

দেশে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার: পরিবেশমন্ত্রী

Chatgarsangbad.net

দক্ষিণে সভাপতির আলোচনায় কারা?

Chatgarsangbad.net

Leave a Comment