আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

রেমিট্যান্স কমেছে জুলাইয়ে


চাটগাঁর সংবাদ ডেস্কঃ সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের জুনে রেকর্ড রেমিট্যান্স প্রবাহের পর জুলাইয়ে রেমিট্যান্স কমেছে। জুলাইয়ে প্রবাসীরা ১ হাজার ৯৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, জুনে যা ছিল ২ হাজার ১৯৯ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২২৬ মিলিয়ন ডলার।

গত বছরের জুলাইয়ের চেয়েও রেমিট্যান্স কমেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৯৬ মার্কিন ডলার, এ বছর ১২৩ মিলিয়ন কমে তা হয়েছে ১ হাজার ৯৭৩ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, জুনে ঈদের কারণে প্রবাসীরা রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছিলেন। তবে, জুলাইয়ে সেই তুলনায় রেমিট্যান্স কম এসেছে।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর