আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রিটিশ আমেরিকান ল্যাংগুয়েজ একাডেমির ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাড়িয়েছে ব্রিটিশ আমেরিকান ল্যাংগুয়েজ একাডেমি।

১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) চট্টগ্রামের মিরসরাই উপজেলাস্থ আর্মি ক্যাম্পে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী হস্থান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রিটিশ আমেরিকান ল্যাংগুয়েজ একাডেমির সিইও মসরূর উদ্দীন আনওয়ার, উদ্যোক্তা ও সংগঠক ও পোয়েটিক ইংলিশ জোনএর এডভাইজার জনাব সাজ্জাদ উদ্দিন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, জাওয়াদ নেওয়াজ, শাখাওয়াত হোসেন প্রমুখ।
বন্যার্তদের জন্য ভালোবাসা সংগ্রহ ও সহায়তায় ছিলেন ইশরাত জাহান, নেয়াজুর রহমান রাহাত, শোয়েব নেওয়াজ, সানজিনা নরিন, খাদিজা আকতার, উম্মে হাবিবা এলিন, নাবিলা মান্নান, কাজী সাদিয়া, ফারজানা আকতার, রোমানা মাহবুব, তওফিক উদ্দিন, রিয়াদ এনায়েত, ত্রামিলা বড়ুয়া, সানজিদা, রাইয়ান, রুথমিলা, কানিজ প্রমূখ।

এসময় ব্রিটিশ আমেরিকান ল্যাংগুয়েজ একাডেমির সিইও মসরূর উদ্দীন আনওয়ার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনপদে ত্রান সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম গতিশীল করতে সুষম বন্টনের উপর গুরুত্বারোপ করেন মসরূর উদ্দীন আনওয়ার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর