নুরুল কবীর রিফাত
সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ বন্যায় পানি বন্দিতে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের কথা বিবেচনা করে ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন পাড়াতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।১২ আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মিনহাজ উদ্দিন বাপ্পি জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে আমার ওয়ার্ডের জনসাধারণ। ভেঙ্গে গেছে ঘরবাড়ি ও যান চলাচলের সড়ক। অনেক মানুষ অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্থ মানুষের কথা বিবেচনা করে আমার ব্যক্তিগত উদ্যোগে প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছি। এইসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।