সাদ্দাম হোসেনঃ বাংলাদেশ রেড ক্রিসেন্টের চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান প্রার্থী ফকরুল ইসলাম চৌধুরী প্রধান নির্বাচন কমিশনকে দেওয়া তার হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন উল্লেখ করে মনোনয়ন বাতিলের দাবিতে অভিযোগ দায়ের করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্টের চট্টগ্রাম জেলা ইউনিটে আজীবন সদস্য মো. নুরুল হুদা চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার মো.দিদারুল আলমের কাছে গতকাল সোমবার (১৪ নভেম্বর) এ অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠনতন্ত্রে কতিপয় বিধিতে উল্লেখ রয়েছে, কোনো ইউনিটের সঙ্গে সম্পৃক্ত কোনো আজীবন সদস্য অন্য কোনো ইউনিটে সদস্য পদই গ্রহণ করতে পারবেন না। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফকরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ রেড ক্রিসেন্টের চট্টগ্রাম জেলা ইউনিট ও সিটি ইউনিট উভয় স্থানে সদস্য হয়েছে যাহা গঠনতন্ত্র পরিপন্থী। মিথ্যা তথ্য ও নথি জমা দিয়ে নির্বাচনী আচরণ বিধিমালায় অপরাধ করেছেন বলেও দাবি করেছেন অভিযোগকারী।
প্রধান নির্বাচন কমিশনার মো.দিদারুল আলম এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয়ে আমরা হেডকোয়ার্টারে চিঠি দিয়েছি, চট্টগ্রাম সিটি ইউনিট কার্য নির্বাহী কমিটিতে একটা চিঠি দিয়েছি, চিঠির উত্তর এখনো পায়নি, আমরা কালকে কমিশন বসব, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইন কানুন দেখে সিদ্ধান্ত নেব।’
Leave a Reply