ডেঙ্গু আক্রান্তে রেকর্ড ২৮৪, মৃত্যু ১০


ডেঙ্গু জ্বরে গত ৫ দিনে ১০ জন মৃত্যুবরণ করেছেন। আর একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৮৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২২৪ জন এবং ঢাকার বাইরে ৬০ জন। নতুন ২৮৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সারাদেশে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জনে। এদের মধ্যে, ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭১১ জন এবং ঢাকার বাইরে ১৩৯ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন সাত হাজার ৩৯৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ছয় হাজার ৫১৬ জন।


Related posts

বাঁশখালীর কাতার প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা

Mohammad Mustafa Kamal Nejami

ব্রিকস সম্মেলনের উদ্দেশ্যে জোহানেসবার্গ রওনা দিলেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

বিএনপি নেতা আসলাম চৌধুরীর অবমূল্যায়নের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় সংবাদ সম্মেলন

Md Maruf

Leave a Comment