রাঙ্গামাটির ঝুলন্ত সেতু তলিয়েছে হ্রদের পানিতে


অনলাইন ডেস্কঃ ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে জেলার অন্যতম পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু। এজন্য সেতুটির ওপর চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে সরজমিন পরিদর্শনে দেখা গেছে, ছয় ইঞ্চি পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে সেতুটি। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে সেতু পারাপারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

রাঙ্গামাটি পর্যটন বোট মালিক সমিতির নেতা মো. রমজান আলী জানান, টানা বর্ষণে ও পাহাড়ী ঢলের কারনে জেলার দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কারণে পর্যটকরা এসে ফিরে যাচ্ছে। এতে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

পর্যটন শহর রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটকের আসেন।

তথ্যসূত্র: বাসস


Related posts

সুন্দরবনে আত্মসমর্পনকারী বনদস্যু বাহিনীর উৎপাত, মুক্তিপন দিয়েই ছাড় পাচ্ছে জেলেরা

Chatgarsangbad.net

উত্তর তুলাতলীতে শঙ্খনদীর ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবী

Chatgarsangbad.net

বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪, কালের কণ্ঠ অফিসে হামলা

Chatgarsangbad.net

Leave a Comment