রাজাখালী ‘কবির চৌধুরী স্মৃতি’ বৃত্তি পরীক্ষা পুরষ্কার বিতরণ


মো: দিদারুল ইসলামঃ

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালীর ঐতিহ্যবাহী ‘আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী’ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২৩ এর কৃতী শিক্ষার্থীদের সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে এ পুরষ্কার বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়।

কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২৩ এর সভাপতি এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। অনুষ্ঠান উদ্বোধন করেন পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পরিচালক এ টি এম শামসুদ্দিন চৌধুরী, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল হক মোহাম্মদ আবুল হোছাইন, চট্টগ্রাম বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী জাফর সাদেক, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছরওয়ার আলম, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার, একই স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন সহ অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার তুলে দেন।


Related posts

জেলের জালে ১৬০ কেজি ওজনের বিরল পাখিমাছ

Shahidul Islam

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে ইউনি্য়ন পরিষদ ভবন নির্মানের চূড়ান্ত পরিদর্শন

Chatgarsangbad.net

কক্সবাজার ও নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে মাদক উদ্ধার

Chatgarsangbad.net

Leave a Comment